ডালিউড সেরা অভিনেতার অ্যাওয়ার্ড পেলেন সজল


নিউইয়র্কে ঢালিউড মিউজিক অ্যান্ড ফিল্ম অ্যাওয়ার্ডের ১৭তম আসরে সেরা অভিনেতার খেতাব পেয়েছেন জনপ্রিয় অভিনেতা সজল। ‘অন্ধজনে অন্ধক্ষনে’ নাটকের জন্য এ পুরস্কার পান বলে নিউইয়র্ক থেকে সজল জানান।
ইউসুফ আলি খোকনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুন নাট্য নির্মাতা রুমান রুনি। নাটকটিতে নাজমুল চরিত্রে সজল অভিনয় করেন। আর পরী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। আর এ নাটকে অনবদ্য অভিনয়ের জন্য সজল পুরস্কার পান।

অ্যাওয়ার্ড প্রসঙ্গে সজল বলেন, ‘অদ্ভুত এক অনুভূতি! ‘অন্ধজনে অন্ধক্ষনে’ নাটকটি আমার খুবই পছন্দের। নাটকটির জন্য পুরস্কার পেয়েছি খুবই ভালো লাগছে। এত ভালো লাগছে যে মনের অনুভূতি ব্যক্ত করা যাবে না। সবাই আমাকে রোমান্টিক হিরো হিসেবে জেনে আসছে এতদিন। তবে আমি রোমান্টিক গল্প থেকে বেরিয়ে এখন ব্যতিক্রম গল্পে কাজ করি। প্রতিনিয়ত নিজেকে ভেঙ্গে নতুন ভাবে আবিস্কার করি। পুরস্কার পেয়ে দায়িত্ব বেড়ে গেছে।
তিনি আরোও বলেন,’ সামনে আরো ভালো ভালো কাজ করতে হবে। দর্শকদের মনে দাঁগ কাটার মতো কিছু গল্পে কাজ করতে চাই।’
৩০ তারিখ দেশে ফিরবেন সজল। ফিরেই ১ তারিখ থেকে ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানান। সামনে ঈদ আসছে কাজের চাপ বেড়ে যাচ্ছে বসে থাকার সুযোগ নেই। তাই এসেই কাজ শুরু করে দিতে হবে।
‘ঢালিউড অ্যাওয়ার্ড’ ১৭তম আসরে আরো পুরস্কার পেয়েছেন সাজু খাদেম, তিশা, নাদিয়া, পিয়া বিপাশা ও ভারতের পায়েল মুখার্জী। ‘চল পালাই’ ছবিটির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন দেবাশীষ বিশ্বাস। সঙ্গীতে বিশেষ অ্যাওয়ার্ড পেয়েছেন জনপ্রিয় শিল্পী রুমানা মোর্শেদ কনক চাঁপা ও তাহসান খান। নিউইয়র্কের শিল্পী লিনা, মৌ ও সজল রায়কে সঙ্গীতশিল্পী হিসাবে সম্মাননা দেওয়া হয়েছে।
গত রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির কুইন্সের ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন পিপল এন টেকের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবু হানিফ ও রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম। এর আগে গত১৭ এপ্রিল প্রথম পর্ব অনুষ্ঠিত হয় নিউজার্সির আটলান্টিক সিটিরশেরাটন কনভেনশন সেন্টার হোটেলে।
১৬ বছর পর এবারই প্রথম এই পুরস্কার বিতরণের অনুষ্ঠান দুটি জায়গায় হল-যা প্রবাসীদের নজর কেড়েছে। জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম এবং চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাসের অনবদ্য উপস্থাপনায় সন্ধ্যা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি চলে মধ্যরাত পর্যন্ত। ছিল মনোমুগ্ধকর নাচ, গান ও ফ্যাশন শো। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ফকির আলমগীর।
উপস্থিত সকলকে অভিনন্দন এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রশংসা করে বক্তব্য দেন কুইন্স ডেমক্র্যাটিক পার্টির লিডার এটর্নী মঈন চৌধুরী। আয়োজক সংগঠনের কর্ণধার আলমগীর খান আলম ঘোষণা দিয়েছেন, ‘আগামী আসর বসবে দুবাইয়ে। সে প্রস্তুতি এখন থেকে শুরু হবে।

No comments

No comments

Powered by Blogger.