চেষ্টা করি ভালো কিছু উপহার দিতে।

সব সময় চেষ্টা করি আমার ভক্ত শ্রোতাদের ভাল কিছু  গান উপহার দিতে। জানিনা কতটুকু পেরেছি বা পারি। " জালা জালা" গানটি গিয়াস ছানির কথায় অপু খানের সুরে রিয়েল আশিক এর সংগীত আয়োজনে।

গানটি কতটুকু ভাল গাইতে পেরেছি জানিনা। গুরু মানেই গুরু যিনি বট বৃক্ষের মত আমার পাশে থাকেন, যার আদর স্নেহ মায়ায় আজ আমি শিল্পী। এফ এ সুমন  ভাই। সে চরনে কৃতজ্ঞতা জানাই। জালা গানটি  মিক্স মাস্টার করেছে আমার গুরু এফ এ সুমন।


সুমন ভাই মানে সুমন  ভাই যার কোন তুলনা হয়না। গানটি ভিডিও পরিচালনা করেছে বর্তমান সময়ের একজন প্রতিভাবান নির্মাতা (আলেয়া মিডিয়া) নাজমুল রনি, অভিনয়ে অবাক ও তৃশা। আজ আমি আনন্দিত ও গর্বিত আমার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে আমার গান রিলিজ দিতে পেরেছি। আমার বিসসাস কোন একদিন অনেক নামি দামি চ্যানেল হবে। আপনার আমার চ্যানেল গরীব সঞ্জয় ইউটিউব চ্যানেল। https://youtu.be/tNN-OUzeH4A আর এই চ্যানেলের জন্য অবদান জিয়াউল হক কাউছার। কৃতজ্ঞতা জানাই


জিয়াউল হক কাওসার ভাইয়ের প্রতি। সকলের দোয়া ও ভালবাসা নিয়ে বেচে থাকতে চাই মনের মনিকোঠায়। ভিউ নয় ভক্তই গানের মুল প্রান।সব সময় চেষ্টা করি আমার ভক্ত শ্রোতাদের ভাল কিছু  গান উপহার দিতে। জানিনা কতটুকু পেরেছি বা পারি। " জালা জালা" গানটি গিয়াস ছানির কথায় অপু খানের সুরে রিয়েল আশিক এর সংগীত আয়োজনে। গানটি কতটুকু ভাল গাইতে পেরেছি জানিনা। গুরু মানেই গুরু যিনি বট বৃক্ষের মত আমার পাশে থাকেন, যার আদর স্নেহ মায়ায় আজ আমি শিল্পী। এফ এ সুমন  ভাই। সে চরনে কৃতজ্ঞতা জানাই। জালা গানটি  মিক্স মাস্টার করেছে আমার গুরু এফ এ সুমন। সুমন ভাই মানে সুমন  ভাই যার কোন তুলনা হয়না। গানটি ভিডিও পরিচালনা করেছে বর্তমান সময়ের একজন প্রতিভাবান নির্মাতা (আলেয়া মিডিয়া) নাজমুল রনি

, অভিনয়ে অবাক ও তৃশা। আজ আমি আনন্দিত ও গর্বিত আমার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে আমার গান রিলিজ দিতে পেরেছি। আমার বিসসাস কোন একদিন অনেক নামি দামি চ্যানেল হবে। আপনার আমার চ্যানেল গরীব সঞ্জয় ইউটিউব চ্যানেল। আর এই চ্যানেলের জন্য অবদান জিয়াউল হক কাউছার। কৃতজ্ঞতা জানাই কাউছার ভাইয়ের প্রতি। সকলের দোয়া ও ভালবাসা নিয়ে বেচে থাকতে চাই মনের মনিকোঠায়। ভিউ নয় ভক্তই গানের মুল প্রান।

No comments

Powered by Blogger.