সোমবার হতে যাচ্ছে তিতুমীর কলেজ ছাত্রলীগের প্রথম সম্মেলন

রাজধানীর তিতুমীর কলেজ ছাত্রলীগের প্রথম সম্মেলন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ক্যাম্পাসে সাজসাজ রব বিরাজ করছে।

কালকের সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি রহমত উল্ল্যাহ এমপি, উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।



 তিতুমীর কলেজ ছাত্রলীগের বর্তমান সভাপতি ডলার ও সম্পাদক মানিক।

 এবারের সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন, সভাপতি পদে নির্বাচন করবেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সম্পাদক শাহাজাদা, কলেজের সাংগঠনিক সম্পাদক গাজী সবুজ, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ও কলেজের সহসভাপতি বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার মো. আনোয়ার হোসেন কবির, কলেজ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক সোহাগ, সহ সভাপতি মিজান এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক মারুফ, যুগ্ম সম্পাদক জুয়েল মোড়ল, যুগ্ম সম্পাদক সাইফুল, দপ্তর সম্পাদক কল্লোল, যুগ্ম সম্পাদক রইস উদ্দিন, যুগ্ম সম্পাদক সানি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শুভ সহ আরো অনেকে। এর আগের কমিটির কয়েকজন বহিষ্কার হয়েছিলেন। এবারও তারা নির্বাচন করছেন। তবে ক্যাম্পাসে ক্লিন ইমেজের সুবাদে এগিয়ে থাকবেন শাহাজাদা, গাজী সবুজ, আনোয়ার হোসেন কবির, মো. রিপন মিয়া, কল্লোল ও শুভ।


No comments

Powered by Blogger.