‘একটি দুর্বল চিত্রনাট্য’ পরিচালনা করেছেন তরুণ নির্মাতা নাজমুল রনি।
‘একটি দুর্বল চিত্রনাট্য’। শুনেই ইচ্ছে হচ্ছে নাটকটি না দেখার! কারণ এর চিত্রনাট্য দুর্বল। আবার মনে হচ্ছে যদি এমনই হয় তাহলে নাটকে অপূর্ব আছে, সঙ্গে দুই নাদিয়াও আছে! তাহলে চিত্রনাট্য দুর্বল হয় কিভাবে? কারণ তারা তো গল্প দেখে কাজ করেন!
ঠিক তাই হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে, লেখক হিসেবে জুটি হয়ে ওঠে রাজীব আহমেদ এবং জয়া রহমান। পাঠকদের কাছে তাদের পরিচয় হয়ে ওঠে ‘রাজ’ নামে। অর্থাৎ রাজীব আহমেদের প্রথম অক্ষর ‘রা’ এবং জয়া রহমানের প্রথম অক্ষর ‘জ’ নিয়েই হয়েছে ‘রাজ’।
অন্যদিকে রাজীব আহমেদের স্ত্রী মিতু। একসময় তিনি, রাজীব ও জয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভুল বুঝেন। শুরু হয় টানাপড়েন। রুম্মান রশীদ খানের লেখা এমন গল্প নিয়েই নাজমুল রনি নির্মাণ করেছেন এই নাটকটি।
এতে রাজীব চরিত্রে অপূর্ব, জয়া রহমান চরিত্রে নাদিয়া মিম এবং মিতু চরিত্রে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া। সম্প্রতি শেষ হয়েছে এর শুটিং।
No comments