নারীদের বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ

শরীয়তপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে নারী শিক্ষা প্রসার ও কর্মসংস্থানের লক্ষ্যে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।



 রোববার সকালে সদর উপজেলা অডিটেরিয়ামে এ বিতরণ অনুষ্ঠান করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নুরুল আমিন কোতোয়াল, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতেমা আক্তার শিল্পী। এসময় সদর উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন ছাত্রীকে ৫০টি বাই সাইকেল ও ১১টি ইউনিয়নের ৫০জন দুস্থঃনারীকে ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
এছাড়াও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমানের নেতৃত্বে সদর উপজেলার নবজাতক শিশু এবং মাকে স্বাগত জানানোর জন্য ও সকল ইউনিয়নে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার হ্রাস করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ডেলিভারী সেবা বৃদ্ধির জন্য নবজাতক ও প্রসূতি মায়েদের প্রসাধনী, পথ্য, পুষ্টি ও প্রাথমিক চিকিৎসা সহয়তা প্রদানের উদ্যোগ করেছে সদর উপজেলা পরিষদ।

No comments

Powered by Blogger.