লক্ষ লক্ষ ভিউ চাইনা চাই ভক্ত মনে একটু ঠাই
প্রজন্মের জনপ্রিয় কন্ঠ শিল্পী গরীব সঞ্জয় তার এক মিটিং এ মহানগর সংবাদপত্র কে বলেন। কি হবে লক্ষ লক্ষ ভিউ দিয়ে যদি ভক্তদের মনে বিন্দু মাত্র ঠাই না থাকে। কি হবে সেই ভিউ দিয়ে যদি ভক্ত পরিচিতি না থাকে।
কুমিল্লা জেলার দেবিদ্দার থানা গ্রাম নবিয়াবাদ। ১৯৯৬ সালে সংগীত জগতে পদার্পন। নজরুল, আধুনিক, গজল ও লোক সংগীত নিয়ে গবেশনা। তবে লোক সংগীত বেশি পছন্দ করে থাকি। ২০০০ সালে লেখালেখিতে পদার্পন। অনেক ছোট গল্প গান ছড়া, কবিতা, উপন্যাস ইত্যাদি রয়েছে। আজকাল গানে শুধু ভিউ আর ভিউ এই ভিউ দিয়ে কি পায় মানুষ? কারা দিচ্ছে এই ভিউ। এদের ফিউচার হবে ভিউ। ভাল শিল্পী হবে কি না জানিনা। একটু গাইতে পারলেই শিল্পী। আর বড় চুল থাকলে ত কোন কথাই নাই। কে মানে না শিল্পী। নারীদের কথা বলার দরকার নাই কারন তারা জন্ম থেকেই শিল্পী। মাইক্রোফোন হাতে নিতে পারলেই বাজিমাত। মন্দ নয় হয়ত বাস্তব। ভুল হলে ক্ষমা করবেন। সত্য সত্যই থাকবে। তাই একটা কথা আগেও বলেছি এখন ও বলব গানই আমার প্রান আর প্রানই আমার ভক্ত। ভিউ নয়।
কুমিল্লা জেলার দেবিদ্দার থানা গ্রাম নবিয়াবাদ। ১৯৯৬ সালে সংগীত জগতে পদার্পন। নজরুল, আধুনিক, গজল ও লোক সংগীত নিয়ে গবেশনা। তবে লোক সংগীত বেশি পছন্দ করে থাকি। ২০০০ সালে লেখালেখিতে পদার্পন। অনেক ছোট গল্প গান ছড়া, কবিতা, উপন্যাস ইত্যাদি রয়েছে। আজকাল গানে শুধু ভিউ আর ভিউ এই ভিউ দিয়ে কি পায় মানুষ? কারা দিচ্ছে এই ভিউ। এদের ফিউচার হবে ভিউ। ভাল শিল্পী হবে কি না জানিনা। একটু গাইতে পারলেই শিল্পী। আর বড় চুল থাকলে ত কোন কথাই নাই। কে মানে না শিল্পী। নারীদের কথা বলার দরকার নাই কারন তারা জন্ম থেকেই শিল্পী। মাইক্রোফোন হাতে নিতে পারলেই বাজিমাত। মন্দ নয় হয়ত বাস্তব। ভুল হলে ক্ষমা করবেন। সত্য সত্যই থাকবে। তাই একটা কথা আগেও বলেছি এখন ও বলব গানই আমার প্রান আর প্রানই আমার ভক্ত। ভিউ নয়।
No comments