জাবিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর সম্প্রদায় কোটায় ভর্তির সাক্ষাৎকার ৩১ জানুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায় কোটায় ভর্তির সাক্ষাৎকার ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ অফিসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাক্ষাৎকারের সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং জেলা প্রশাসন হতে প্রকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায়ের সনদপত্রের মূল কপিসহ ভর্তিচ্ছুকে সশরীরে উপস্থিত থাকতে হবে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও রেজিস্ট্রার অফিসের নোটিশ বোর্ডে দেয়া হয়েছে।
No comments