বৈশাখ এলো আমার বাংলাদেশে
বাঙালির কাছে পহেলা বৈশাখ মানেই উৎসবের মহামঞ্চ। জাতি, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে নতুন বছরকে বরণ করে নিতে মুখর হয়ে উঠেন। সেই বরণের দারুণ এক অনুষঙ্গ হিসেবে কাজ করে বৈশাখী গান। প্রতিবারের ন্যায় চলতি বছরেও বাংলা নববর্ষকে ঘিরে তৈরি হচ্ছে নানা রকম গান। সেগুলো নতুন মাত্রা যোগ করবে ভিডিও আকারে প্রকাশ হয়ে।
সেই ধারাবাহিকতায় গরীব সঞ্জয়ের গাওয়া ‘বৈশাখ এলো আমার বাংলাদেশে’ গানটির ভিডিও নির্মাণ হয়েছে। এটি পরিচালনা করেছেন নাজমুল রনি।
ডিওপি হিসেবে আছেন রনি খান। এতে মডেল হয়েছেন রনি রাজ, নীলা, মাসরুর, রিয়া, নিহাফ, সনিয়া, তপু, অন্তুর দাস, সুন্দর আলী দেওয়ান।
পরিচালকঃ নাজমুল রনি
নরসিংদীর মাদবদিতে অবস্থিত ইমন গার্ডেনে রেড ক্যামেরায় চিত্রায়িত হয়েছে নান্দনিক এই মিউজিক ভিডিওটি। কোরিওগ্রাফি করেছেন আতির হাসান রনি। লোকেশর ডিরেক্টর হিসেবে ছিলেন মেবারক হোসেন। আর ভিডিওটির সার্বিক তত্তাবধায়নে ছিলেন কন্ঠশিল্পী এফ এ সুমন।
কন্ঠশিল্পী : গরীব সঞ্জয়ের
কন্ঠশিল্পী এফ এ সুমন
https://youtu.be/tswxprtgBr8
অসাধারন একটি গান
ReplyDelete